নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সহ সম্পাদক ও দৈনিক দিনকালের আমিরাত প্রতিনিধি এস এম মোদাসসের শাহর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শারজায় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে করোনা যোদ্ধার সুস্থতা কামনায় কুরআনে খতম ও করোনা থেকে মুক্তি লাভে বিশেষ মোনাজাত করা হয়। মোদাসসের শাহ একাধারে একজন সমাজকর্মী, সাংবাদিক ও সংগঠক।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে লকডাউন চলাকালে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছিলেন। এসময় তিনি করোনায় আক্রান্ত প্রবাসী বাংলাদেশিদের সেবা করার পাশাপাশি খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ থেকে করোনায় আক্রান্ত হয়ে শারজার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এস এম মোদাসসের শাহর দেশের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায়। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।