নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে ১০.১ মিলিয়ন মানুষের শরীরে করোনা টেস্ট করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১ লাখ ৮ হাজার মানুষের শরীরে করোনা টেস্টের পর ১০৪১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। সুস্থ হয়েছেন ১০০১ জন।
রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৯৮৮০১ জন, মৃত্যুবরণ করেছেন ৪২৬ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৮৮১২৩ জন।
এদিকে আমিরাতে করোনাভাইরাসের ভ্যাকসিন ফ্রন্টলাইন কর্মীদের শরীরে প্রয়োগের অনুমোদন পাওয়ার পর দেশটির স্বাস্থ্যমন্ত্রীর শরীরে প্রথম ডোজ গ্রহণ করেছেন। ছয় সপ্তাহ মানব ট্রায়াল শেষে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই অনুমোদন দেন। শীঘ্রই সাধারণ জনগণের জন্য তা উন্মুক্ত হবে বলেও জানান।
Drop your comments: