সনজিত কুমার শীল, আবুধাবি থেকেঃ পরিবারের সুখের আশায় প্রবাস পাড়ি দিয়েছিলেন নুর আহমদ বিগত ১২ বছর পূর্বে। গত ৩১ শে মে ২০২২ ইং আবুধাবির মদিনা জায়েদ(বিদা যায়েদ) এলাকায় চট্টগ্রামের নুর আহমদ( ৪১) পিতা জহির আহমেদ নামে গাড়ি এক্সিডেন্টে এক রেমিটেন্স যোদ্ধার অকাল মৃত্যু হয়। ব্রাদার জাহিদ এলাকায় তার নিজস্ব একটা ট্যাংকার গ্যারেজ রয়েছে।
নুর আহমদ বিগত পাঁচ মাস আগে পরিবার ভিজিট ভিসায় আমিরাতে নিয়ে আসেন। তাদের রেসিডেন্স ভিসা ও লাগানো হয়েছে গত কিছুদিন আগে। ছেলের বয়স আট বছর এবং মেয়ের বয়স ৬ বছর। মৃত্যুকালে প্রবাসে এক ছেলে এক মেয়ে স্ত্রী এবং গত ২৩ শে মে ভিজিট ভিসায় বিদেশে মাকে ও বেড়ানোর জন্য নিয়ে আসেন। হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে চলে গেলেন পরপারে নুর আহমদ।
তার লাশ বর্তমানে আবুধাবির একটি মর্গে রাখা হয়েছে। নুর আহমদ এর বাড়ি চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানা। দেশে লাশ পাঠানোর জন্য নুর আহাম্মদের পরিবার দূতাবাস থেকে সম্পূর্ণ ডকুমেন্টস সহ আমিরাত সরকারের প্রশাসন থেকে তৈরি করেছেন। এই দূর প্রবাসে তাদের পরিবারের স্বপ্ন আজ দুঃস্বপ্ন হয়ে গেল। তাদের এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন।