সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রবাসী শিশুদের মাঝে চলছে ইসলামের বিভিন্ন শিক্ষা এবং কুরআন প্রশিক্ষণ। বিগত ছয় মাস থেকে সপ্তাহে দু’দিন শনি ও রবিবারে চলে শিক্ষাদান কার্যক্রম। বাংলাদেশ সমিতি শারজার দ্বিতীয় তলায় অবস্থিত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কার্যালয়ে প্রশিক্ষিত আলেমদের মাধ্যমে চলছে প্রশিক্ষণ ব্যবস্থা।
উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে রবিবার ছিল মাসিক বিশেষ আয়োজন৷ এই আয়োজনের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করা শিশুদের মাঝে উপহার তুলে দেওয়া হয়।
প্রশিক্ষক হাফেজ রায়হান বাংলা এক্সপ্রেসকে বলেন, ‘ইসলামের জ্ঞান ছাড়া শিশুদের মাঝে নৈতিকতা সৃষ্টি হয় না৷ সিলেট বিভাগ উন্নয়ন এমন মহৎ উদ্যোগ নিয়ে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে৷ দুনিয়া ও আখেরাতে এর ফল পাবে৷’ আজকের বিশেষ এই আয়োজন সম্পর্কে তিনি জানান, ‘শিশুদের ইসলাম শিক্ষায় উৎসাহ দিতেই মূলত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ তৈয়ব আলী তালুকদার, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী, জালাল উদ্দিন প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ তৈয়ব আলী তালুকদার বলেন, প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভা বিকাশের প্রত্যয় নিয়ে আমরা কোরআন শিক্ষা কার্যক্রম সহ শিশুদের জন্য বহুমুখী কর্মসূচি হাতে নিতে যাচ্ছি। এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।
উল্লেখ্য, ইউএই ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ইকরামুল করিম চৌধুরীর তত্বাবধানে চলছে শিশুদের মাঝে কুরআন প্রশিক্ষণ।