সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশের দুটি মিশনে আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন। এতে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। কনস্যুলেটে সভাপতির বক্তব্য রাখেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। সভায় দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আয়োজিত এ আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে মিশনের কর্মকর্তাসহ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Drop your comments: