নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় দফায় লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৮০ হাজার মানুষের শরীরে করোনা টেস্টের পর ৭৩৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে ও ৫৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন ও ৩ জনের মৃত্যু।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭১৫৪০ জন, মৃত্যুবরণ করেছেন ৩৮৭ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৬২০২৯ জন। আমিরাতে এ পর্যন্ত ৭.২ মিলিয়ন করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।
এদিকে ৩০ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত সপ্তাহে গণমাধ্যমে জানান হয়েছে যে, এভাবে করোনার সংক্রমণ বাড়তে থাকলে আবারও কোন কোন এলাকায় লকডাউনসহ কঠোর কর্মসূচি আসতে পারে।
Drop your comments: