বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য মাস্ক অন্যতম মাধ্যম। মাস্ক পরিধান করলে ভাইরাস সংক্রমণ হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। আমিরাতে করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক।
জনসমক্ষে মাস্ক না পরলে ৩ হাজার দিরহাম জরিমানার বিধান রয়েছে।
গতকাল সোমবার (৮ মার্চ) আবুধাবি জনস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে ২ বছরের কম বয়সী শিশু, প্রতিবন্ধী ও শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা থাকা ব্যক্তিরা মাস্ক না পরলে চলবে। এছাড়া সর্বসাধারণের জন্য ৫ অবস্থায় মাস্ক না পরলে জরিমানার সম্মুখীন হতে হবে না।
☞ একাকী গাড়ি চালানোর সময়, অথবা একই পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি চালানোর সময়।
☞ রেস্টুরেন্টে খাবারের সময়, তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
☞ দৌড়ানো, জগিং, রেস্লিং, সাইকিলিং, সাতার কাটা, খেলার প্রাক্টিস করার সময়। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
☞ প্রাইভেট অফিস, যেখানে আপনি একা অবস্থান করছেন।
☞ দাত, চোখ, নাক ও ঠোটের ডাক্তার দেখানোর সময়।