আমিরাতে প্রবাসী সন্তানদের দেশীয় সংস্কৃতিতে গড়ে ওঠা সংগঠন মম এন্ড কিডস ক্লাবের বার্ষিক বনভোজন ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুবাইস্থ মুশরিফ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটির প্রয়াত মেয়র মহিউদ্দিনের সহধর্মিণী হাসিনা মহিউদ্দিন।
ইসমাইল গণির সভাপতিত্বে ও আজগর খান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সেলর ফকির মনোয়ার, কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান।
উপস্থিত ছিলেন, গ্রুপের এডমিন সীমা ইসহাক, বঙ্গবন্ধু পরিষদ আজমানের সভাপতি সেলিম উদ্দিন, সালাউদ্দিন, হাফিজা আকতার মুক্তা, তানিয়া ইসলাম শ্রাবন্তী, মাহমুদা মুনা, লিজা রেদোয়ান, ফরিদা জামান, ইয়াসমিন ইসলাম মেরুনা, সাদিয়া ইসলাম, শাহানা, ঋতু, নতুরাৎ, রুপা সবুজ, মোহাম্মদ ইসহাক, আনসার উদ্দিন।
এসময় বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের দেশীয় সংস্কৃতির পরিচিতি তুলে ধরা ও বাংলা ভাষা চর্চায় সংগঠনটির ভুমিকাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে হাসিনা মহিউদ্দিনসহ উপদেষ্টাদের সম্মাননা প্রদান করা হয়।
সবশেষে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিসহ সংগঠনের সদস্যরা।