মোদাসসের শাহ, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাত সরকারের পূর্বে ঘোষিত যাদের ভিসা চলতি বছরের মার্চের ১ তারিখের পর শেষ হয়েছে তাদের ভিসার মেয়াদ ডিসেম্বর ৩১ পর্যন্ত বাড়ানো হয়েছিল তা বাতিল করা হয়েছে।
গত শুক্রবার (১০ জুলাই) আমিরাতের মন্ত্রী সভায় আগের সকল ঘোষণা বাদ দিয়ে ভিসা নবায়নের নতুন নিয়ম ঘোষণা করেছে। যাদের ভিসা এ বছরের মার্চ ও এপ্রিলে শেষ হয়েছে তারা ১২ জুলাই থেকে, যাদের মে’তে শেষ হয়েছে তারা ১১আগষ্ট থেকে, যাদের জুন ও জুলাইতে শেষ হয়েছে তারা ১০ সেপ্টেম্বর থেকে আর যাদের ১১ জুলাই হতে পরবর্তী সময়ে শেষ হয়েছে বা হবে তারা ক্রমান্বয়ে নভেম্বর ডিসেম্বরে রিনিউ করতে পারবেন।
সামাজিক দূরত্ব ও জনসমাগম এড়িয়ে চলার লক্ষ্যেই মূলত ধাপে ধাপে ভিসা নবায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে যারা ছুটিতে নিজ নিজ দেশে অবস্থান করছেন তাদের জন্য পূর্বের আইন বহাল রয়েছে। তারা দেশ থেকে এসে ভিসা নবায়ন করার সুযোগ পাবেন।