সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমান শাখা গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার (২২ মে) আমিরাতের স্থানীয় একটি রেস্টুরেন্ট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই সভাপতি সিআইপি মুহাম্মদ মাহাতাবুর রহমান নাসির।
বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল, কাউন্সিলের সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, আবুল কালাম সিআইপি, জাকির হোসেন সিআইপি, মাহমুদুল হাসান, মুহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
বিদেশের মাটিতে বিজনেস কাউন্সিল সংগঠন করা মানে প্রবাসী ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা এবং দেশের উন্নয়নে কাজ করা। তাই দেশের উন্নয়ন হয় তা মাথায় রেখে সংগঠন করা উচিত। তিনি বলেন, আরব আমিরাত সরকারের রেজিস্টেশন প্রাপ্ত সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই। এই সংগঠনটি রেজিস্ট্রেশন পেতে প্রায় ১১ মাস সময় লেগেছে। এর কারণ সংগঠন পরিচালনার ক্ষেত্রে দেশের আইন কানুন মেনে দক্ষতা অর্জন করার পর সংগঠনটি লাইসেন্সপ্রাপ্ত হয়। তবে বাংলাদেশের উন্নয়ন এবং প্রবাসী ব্যবসায়ীদের সুবিধার্থে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ব্রাঞ্চ হিসেবে দুবাই ও উত্তর আমিরাতের প্রতিটি প্রদেশে শাখা করা হবে। তাই এই ব্যাপারে এগিয়ে আসার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে জিল্লুর রহমানকে আহ্বায়ক ও মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমান শাখা গঠন করা হয়।