সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো এলিট ক্লাব। বিশ্বের অন্যতম কালচারাল শহর শারজায় গত বৃহস্পতিবার যাত্রা শুরু করেছে প্রবাসী নারীদের ক্লাবটি।
ক্লাবের আগামীর পথচলায় প্রতিষ্ঠাতা সাবিনা সুলতানা আমিরাতে বাংলাদেশ কমিউনিটির মানবিক আভিজাত শ্রেণির লোকদের সহযোগিতা চান৷ এসময় তিনি বলেন এই ক্লাব টাকার দৃষ্টিতে এলিট নয় এই ক্লাব মানবিক ও হৃদয়বানদের এলিট ক্লাব হিসেবে যাত্রা শুরু করেছে।
তিনি আরও বলেন, আমরা যারা দীর্ঘ সময় ধরে আরব আমিরাতে বসবাস করছি তাদের অভিজ্ঞতার আলোকেই ক্লাবটি পরিচালিত হবে৷ অবসর সময় একে অন্যের বন্ধু হিসেবে কিংবা আপনজন হিসেবে পাশে থাকবো৷ এখানে থাকবে নিজস্বতা প্রকাশের সুযোগ। তিনি বলেন, আমাদের অনেকেরই সন্তান বিভিন্ন দেশে পড়ালেখার জন্য চলে যায়, আমরা তখন একাকিত্ব অনুভব করি। এই একাকিত্ব নিরসনের মাধ্যম হবে এলিট ক্লাব।
মোহাম্মেদ নাজমুল হক ও মমতাজ আইয়ুবের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেলের সহধর্মিনি মিসেস আবিদা হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম মানিক সিআইপি, জেসমিন মাহবুব সিআইপি, ইয়াসমিন ইসলাম মেরুনা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগন।
অনুষ্ঠানের শেষাংশে আরিক ও সোহানির যৌথ সঞ্চালনায় প্রবাসী শিল্পীরা গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন৷