আব্দুল্লাহ আল শাহীন, ইউএই থেকেঃ সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানের লাকী রাউন্ড এলাকার ভাড়া বাসা থেকে ফেসবুক লাইভ চলাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহত খায়রুল বশর রানা (৫০) চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বদিউল আলমের ছেলে। দেশে তার বৃদ্ধ মা, স্ত্রী, ১৮ বছর বয়সী মেয়ে ও ১০ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খায়রুল বশরের সহকর্মী ও একই বাসার লোক গিয়াস উদ্দিন জানান, বশর আত্মহত্যার আগে ফেসবুক লাইভ দিলে কর্মস্থল থেকে কল দিলে বশর কল উঠাননি। পরবর্তীতে বাসায় এসে দরজা ভেঙে বাসায় ঢুকে দেখি গলায় ফাঁস লাগানো ও মুখ দিয়ে লালা পড়ছে৷ তাৎক্ষণিক পুলিশকে কল দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়৷
এদিকে ফাঁস লাগার পূর্বমুহূর্তে লাইভে এসে মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেছেন।
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে কনস্যুলেট অবগত রয়েছে। পুলিশের প্রক্রিয়াধীন বিষয়। রিপোর্ট আসা পর্যন্ত এ ব্যাপারে কিছু বলতে পারব না। তবে আমরা মরদেহ পাঠানোর ব্যবস্থা নেব।
ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাহমুদুল হকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমিরাতের আজমানে আর ইউনিয়নের এক প্রবাসী আত্মহত্যা করেছেন শুনেছি। এখনো পরিবারের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি বলে জানান তিনি।