![986](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/11/986-1.jpg)
মুহাম্মদ ইরফানুল ইসলাম, ইউএইঃ আগামী ৪ ডিসেম্বর শুক্রবার থেকে সংযুক্ত আরব আমিরাতের মসজিদ গুলোতে পুনরায় শুরু হবে জুমার নামাজ। এনসিইএমএ মঙ্গলবার এ ঘোষণা করেছে।
সংযুক্ত আরব আমিরাত হ্রাস ক্ষমতা সহ গত ১ জুলাই থেকে মসজিদে জামাত নামাজ পুনরায় শুরু করেছিল, তবে শুক্রবারের জুমার নামাজ এখনো স্থগিত রয়েছে। কর্তৃপক্ষ ভার্চুয়াল ব্রিফিংয়ের সময় বলেছে মসজিদ গুলি তাদের সাধ্যের ৩০ শতাংশ মুসল্লি জুমার নামাজের জন্য নেবে। খুতবার ৩০ মিনিট আগে মসজিদ খুলে দেওয়া হবে এবং নামাজের ৩০ মিনিট পরে বন্ধ হবে।
খুতবা ও প্রার্থনা মোট ১০ মিনিট চলবে। মসজিদে ওযু ও ওয়াশরুম বন্ধ থাকবে। মুসল্লিদের বাড়ি বা ঘর থেকে অযু করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য ওয়াক্ত নামাজের জন্য, মসজিদগুলি মাগরিব (সূর্যাস্ত) বাদে নামাজের ১৫ মিনিট আগে খোলা হবে, সমস্ত মসজিদ নামাজের ১০ মিনিট পরে বন্ধ হবে।
মুসল্লিদের অবশ্যই নামাযের সময় মাস্ক পরতে হবে এবং তাদের নিজস্ব প্রার্থনা ম্যাটগুলি সঙ্গে নিতে হবে। প্রবীণ এবং দুর্বল প্রতিরোধ ক্ষমতাযুক্ত মুসল্লিদের মসজিদে যাওয়া এড়ানো উচিত বলেও উল্লেখ করে কর্তৃপক্ষ।