নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় ৪৭ হাজার মানুষের শরীরে করোনা টেস্টের পর ৪৭৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ২ জন মৃত্যুবরণ করেছেন ও ৩৯৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৪০৫০ জন, মৃত্যুবরণ করেছেন ৩৩০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪৩৯৬৯ জন।
এদিকে গত ৭ জুলাই থেকে ভিজিটরদের জন্য আমিরাত উন্মুক্ত হয়েছে। এর আগে পহেলা জুলাই থেকে মসজিদ খুলে দেওয়া হয়েছে। আমিরাতে এ পর্যন্ত ৮১.০০ শতাংশ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
Drop your comments: