নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় প্রায় ৪০ হাজার মানুষের শীরের করোনা টেস্টের পর ৩৪২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ২জন মৃত্যুবরণ করেছেন ও ৬৬৭জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ সোমবার (১৫জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪২৬৩৬ জন, মৃত্যুবরণ করেছেন ২৯১জন ও সুস্থ হয়ে উঠেছেন ২৮১২৯ জন।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আবুধাবি, আল আইন ও আল ধাফরায় যাওয়া-আসায় ২ জুন থেকে নিষেধাজ্ঞা চলছে। আজ আবারও উক্ত নিষেধাজ্ঞা এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।
এসময় জরুরি প্রয়োজনে আসা-যাওয়া করা যাবে তবে সেজন্য পূর্বে অনলাইনের মাধ্যমে অনুমতি নিতে হবে। আবুধাবির প্রবেশপথে পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে। সেখান থেকে মোবাইল থেকে অনুমতি আছে কি না তা দেখা হবে।
Drop your comments: