বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সংগঠনের নানা পরিকল্পনা নিয়ে ইউএই-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সাথে একান্ত বৈঠক করেছেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
গতকাল রবিবার আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়ে সংগঠনের সভাপতি আলহাজ্জ্ব ইফতেখার হোসেন বাবুল সাহেব, সহ-সভাপতি শওকত আকবর এবং সাধারণ সম্পাদক নাছির তালুকদার উপস্থিত ছিলেন।
এ সময়ে তারা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের লাশ বিনা খরচে দেশে প্রেরণ, আমিরাতগামী প্রবাসীদের দেশের এয়ারপোর্টে হয়রানি, বিমানের টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ সমসাময়িক বিষয় এবং প্রবাসীদের সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সমস্যাগুলো সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানান। তিনি আগামী জুন মাস নাগাদই পাসপোর্ট বিতরণের কাযক্রম আবুদজাবিস্থ দূতাবাস ও দুবাই কনসুলেট হতে শুরু হবে জানান।
উৎসঃ কালেরকণ্ঠ