সংযুক্ত আরব আমিরাতে করোনায় আক্রান্ত আবারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৩৯৫০০ মানুষের শরীরে করোনা টেস্ট করে ১৬২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। সুস্থ হয়েছেন ৫৮৫ জন ও মারা গেছেন ১ জন।
শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭৪৯৫৩০ জন, মৃত্যুবরণ করেছেন ২১৫৬ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭৪০৭০৭ জন।
আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চিনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে। বর্তমানে আমিরাতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে চলছে।
Drop your comments: