নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় ৫৪ হাজার মানুষের শরীরে করোনা টেস্টের পর ২৫৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে ও ৪৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৭৯৮৮ জন, মৃত্যুবরণ করেছেন ৩৪২ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৫০৮৪৮ জন।
সংযুক্ত আরব আমিরাতে ৪.৬ মিলিয়নের অধিক মানুষের শরীরে করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।
আগামী ৩১ জুলাই দেশটিতে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হওয়ার কথা রয়েছে। ঈদের জামাত হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোন সংবাদ জানা যায়নি।
Drop your comments: