আমিরাতের রাজধানী আবুধবি শেখ জায়িদ ফেস্টিভ্যাল সিটিতে ৩০০০ হাজার ড্রোনের মাধ্যমে ৪০ মিনিট আতশবাজি করে উদযাপন করা হয়েছে ইংরেজি নববর্ষ। সর্বোচ্চ ড্রোনের পরিমাণ, গঠন এবং সময়কালের দিক থেকে তিনটি গিনেস রেকর্ড ভেঙেছে আবুধাবি।
পাশাপাশি রাস আল খাইমায় আবারো আল মারজান দ্বীপ এবং আল হামরা গ্রামের মধ্যে ওয়াটারফ্রন্ট বরাবর ৪.৭ কিলোমিটার জুড়ে পাইরো ড্রোন, ন্যানো লাইট, ইলেকট্রনিক বীটে কোরিওগ্রাফ করা রঙ এবং আকার সমন্বিত, ইভেন্টে ১২ মিনিটের আতশবাজি প্রদর্শন করে গিনেস রেকর্ড গড়েছে।
এ ছাড়া বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, দুবাই ফেস্টিভ্যাল সিটি, ডাউনটাউন, আটলান্টিস, দ্য পাম, বুর্জ আল আরব, ব্লুওয়াটার্স দ্বীপ, আবুধাবির ইয়াস দ্বীপ, আল মারিয়াহ দ্বীপ, সাদিয়াত বিচ ক্লাব, আবুধাবির আল ওয়াথবাত, শারজার বুহায়রা কর্নেশে সহ প্রায় ৬০ স্থানে জমকালো আয়োজনের মাধ্যমে ২০২৩ সালকে বরণ করা হয়।
এ দিন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিটি দর্শনীয় স্থানে ছিল উপচে পড়া ভীড়। নববর্ষ উদযাপনে বাংলাদেশি প্রবাসীরাও অংশ নেন৷ রাত ১২ টায় বুর্জ খলিফার আশপাশের প্রায় কয়েক কিলোমিটার জুড়ে ছিল জনসমাগম। একইভাবে শারজার বুহায়রা কর্নেশেও ছিল লাখ লাখ মানুষের ভিড়।
দুবাই পাব্লিক ট্রান্সপোর্ট জানায়, এসময় শুধু দুবাইতেই ২.১ মিলিয়নেরও বেশি মানুষ গণপরিবহন ব্যবহার করেছে।