সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (১ জুলাই) থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আজ বৃহস্পতিবার এক ঘোষণার মাধ্যমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
দেশটিতে সুপার ৯৮ পেট্রোলের দাম হবে প্রতি লিটার ৪.৬৩ দিরহাম। যা আগের মাসে ছিল ৪.১৫ দিরহাম। স্পেশাল ৯৫ পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ৪.৫২ দিরহাম। যা জানুয়ারিতে ছিল ৪.০৩ দিরহাম। ই-প্লাস ৯১ পেট্রোলের দাম হবে প্রতি লিটার ৪.৪৪দিরহাম। যা গত মাসে ছিল প্রতি লিটারে ৩.৯৬ দিরহাম। আর ডিজেলের দাম হবে প্রতি লিটারে ৪.৪৪ দিরহাম। যা গত মাসে ছিল ৪.১৪ দিরহাম।
সংযুক্ত আরব আমিরাতে চলতি বছর জ্বালানি তেলের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যদিও দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের দাবি বিশ্ব বাজারের তুলনায় আমিরাতে কম বৃদ্ধি পাচ্ছে।
Drop your comments: