আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ বুধ (২৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় আকষ্মিক বন্যার তোড়ে ভেসে গিয়ে প্রবাসী বাংলাদেশি সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ (৩৬) মারা গেছেন।
আজ শনিবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের নেতৃত্বে একটি টিম মর্মান্তিকভাবে নিহত পরিবারের সঙ্গে দেখা করতে ফুজাইরায় যান৷ সেখানে পরিবারকে শান্তনা দেওয়ার পাশাপাশি ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ নেন৷ কনস্যুলেটের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রস্তুতি চলছে বলে বিএম জামাল হোসেন জানান৷
এসময় প্রত্যক্ষদর্শীরা ও মরহুমের ভাই সৈয়দ মো. মোরশেদ ও প্রতিবেশী সৈয়দ ফয়েজ আহমদ কনসাল জেনারেলকে জানান, বুধবার সকাল থেকে ফুজাইরায় ভারি বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় শহরের বেড়িবাঁধ ভেঙ্গে তীব্র স্রোতের সৃষ্টি হয়। সাজ্জাদ তার অপর দুই সহকর্মীরা কাজ শেষে গাড়ি করে বাসায় ফিরছিলেন৷ একপর্যায়ে বৃষ্টি ও পানির স্রোতের কারণে গাড়ি রেখে পায়ে হেটে বাসার উদ্দেশ্যে আসতে থাকেন। পথিমধ্যে সাজ্জাদ নিখোঁজ হোন। সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে সাজ্জাদের লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ফুজাইরাহ হাসপাতালের হিমঘরে পাঠিয়ে দেয়।
সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ (৩৬), তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদন্ডী গ্রামের সৈয়দ মোহাম্মদ ফরিদের ছোট ছেলে। নিহত সাজ্জাদ চৌদ্দ বছর ধরে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। তিনি সানাইয়ার আব্দুল করিম অটো ওয়ার্কশপে লেদমেশিন ফোরম্যান হিসেবে কাজ করতেন।
সাজ্জাদের স্ত্রী বর্তমানে ভ্রমণ ভিসায় ফুজাইরা অবস্থান করছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।