October 21, 2024, 9:59 pm
সর্বশেষ:
আলফাডাঙ্গায় নাজমা ক্লিনিকে পাঁচ সন্তানের জন্ম দিলেন দুই মা মৌলভীবাজার জেলা “জিয়া মঞ্চ” আহ্বায়ক কমিটি গঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বান্দরবান জেলা কমিটির কর্মী সম্মেলন কর্ণফুলীর আমাতুল্লাহ আরজু চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সহঃ প্রাথঃ শিক্ষা কর্মকর্তা বান্দরবানে সেবাইতদের দক্ষতায় প্রশিক্ষণ শুরু চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ২ লক্ষাধিক মাল্টা চাষে আগ্রহী মৌলভীবাজারের চাষীরা কুড়িগ্রামের উলিপুরে পথসভা ও ৩১ দফা লিফলেট বিতরণ করলেন নুরুল ইসলাম নয়ন আলফাডাঙ্গার পৌরসভার অবহেলিত রাস্তার স্থায়ী সমাধান চায় এলাকাবাসী এইচএসসি’র ফলাফলে রাজাখালী ফৈজুন্নেছা উপজেলায় ১ম ও জেলা পর্যায়ে ৭ম

আমিরাতে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

  • Last update: Tuesday, June 25, 2024

বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগ ও দুবাই আওয়ামী লীগ। রোববার (২৩ জুন) রাতে দুবাই ফোনিক্স হোটেল রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএই আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনিরুজ্জামান সরকার মোহন।

অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক সামসুল হকসহ অন্য নেতাদের।

শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় চার নেতা, স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদসহ সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ আওয়ামী লীগ নেতাকর্মীদের।

এসময় বক্তারা বলেন, বহু আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং সেই সঙ্গে আওয়ামী লীগ হয়ে উঠেছে বাংলাদেশের গণমানুষের প্রাণের সর্ববৃহৎ সংগঠন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। তাই ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল খান ও দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সৌরভের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি শহিদুল্লাহ মজুমদার, সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শহিদ খান, সহ সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান, দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ খোরশেদ আলম, ইউএই আওয়ামী লীগের সম্মানিত সদস্য শওকত আলী মোল্লা, আওয়ামী নেতা হাজী শফিকুল ইসলাম, শারজাহ বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক ওয়াহিদুল মোস্তফা চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন দুবাই আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক এম এ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাশা, সহ অর্থ সম্পাদক ইমরান হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি আব্দুর রহমান।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC