পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু করেও করোনার কারণে মাঝপথে গিয়ে টুর্নামেন্ট বন্ধ করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আয়োজকদের আশা ছিল টি-টোয়োন্টির ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টর বাকি অংশ তুলনামূলক কম সংক্রমিত আরব আমিরাতে আয়োজনের। পাকিস্তানের আবেদনের পরিপ্রেক্ষিতে পিএসএল আয়োজনে রাজি হয় আরব আমিরাত ক্রিকেট বোর্ড।
আমিরাতের সবুজ সংঙ্কেত পেয়ে পিএসএল আয়োজনের সব ব্যবস্থা করেছিল পাকিস্তান। ১ জুন থেকেই আমিরাতে পিএসএলের শেষ পর্বের ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত পাল্টাল আরব আমিরাত ক্রিকেট বোর্ড। মহামারি করোনার কারণে গত বুধবার থেকে পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, বাংলাদেশ থেকে কোনো যাত্রীকে প্রবেশ করতে দিচ্ছে না আরব আমিরাত।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ঈদের ছুটির আগেই সব কিছু চূড়ান্ত হয়েছিল। কিন্তু আরব আরিমাতে প্রবেশে ১২ মে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করায় এখন আমাদের করাচিতেই পিএসএল আয়োজন করতে হচ্ছে। আরব আমিরাতে না হলেও শ্রীলংকায়ও পিএসএল আয়োজনের একটা সুযোগ আমাদের ছিল। কিন্তু এখন আর সেই সময় আমাদের হাতে নেই। করোনার কারণে গত মার্চে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় পিএসএল। এখন সেই সংক্রমণের মধ্যেই ফের পিএসএল শুরু করতে চাচ্ছে পিসিবি।