সংযুক্ত আরব আমিরাতের সাপ্তাহিক ‘মাহজোজ’ লটারি জিতে নিয়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী মো. শামীম। এর ফলে তিনি ১০ লাখ দিরহাম পাবেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি টাকা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদির দাম্মাম শহরে একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজ করেন শামীম। এই লটারি জয়ের ঘটনা শামীমের জন্য খুব বিস্ময়কর ছিল। র্যাফল ড্রয়ের নম্বরসহ মাহজোজ লটারি কর্তৃপক্ষ যখন শামীমের মোবাইল ফোনে নোটিফিকেশন পাঠায়,তখন তিনি একা ছিলেন। মেসেজ দেখে শামিম প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তিনি লটারি জিতেছেন।
লটারি জয়ের অনুভূতি জানাতে গিয়ে শামীম বলেন, ‘ লটারি জয়ের খবর জানার পর আমি বাক্রুদ্ধ হয়ে পড়ি। মাহজোজ অ্যাকাউন্টে আমি যখন আমার মোট অর্থের পরিমাণ দেখি, তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না।’
শামীমের আত্মীয় স্বজনেরা সব বাংলাদেশে থাকেন। তাই লটারি জয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশে ফোন করে তাঁদের খবরটি জানান তিনি।তবে বাংলাদেশের কোন এলাকায় শামীমের বাড়ি গালফ নিউজের খবরে তা জানানো হয়নি।