![InShot_20221003_185318243](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/10/InShot_20221003_185318243-scaled.jpg)
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দল আওয়ামী লীগও স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। স্বচ্ছ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা শুধুমাত্র সরকারি দলের একার দায়িত্ব নয়, এ দায়িত্ব সব রাজনৈতিক দলের।
আজ সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তথ্যমন্ত্রী।
গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের অন্যান্য যারা রাষ্ট্রদূত ছিলেন, তারাও এ নিয়ে কথা বলেছেন এবং অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও এ নিয়ে কথা বলেন। আমরাও তাদের সঙ্গে একমত। আমরাও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, বিএনপি একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন করার ক্ষেত্রে সহায়তা করবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা।’ তিনি বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতরা অবশ্যই পরামর্শ দিতে পারেন। তবে, সেই পরামর্শ যেন কখনও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো না হয়। একইসঙ্গে কূটনৈতিক শালীনতা যেন লঙ্ঘন না হয়, আমরা এটাই চাই।’