বাংলা এক্সপ্রেস অনলাইনঃ আবুধাবি বিমানবন্দরে দুই দফায় প্রায় দেড় শতাধিক প্রবাসী দেশে ফেরত আসায় বিমান কর্তৃপক্ষ আপাতত এম্পলয়মেন্ট ভিসাধারীদের বহন স্থগিত করেছে বাংলাদেশ বিমান। সপ্তাহে ৬টির পরিবর্তে ২ টি ফ্লাইট আবুধাবি রুটে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিমানের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেয়। বাংলা এক্সপ্রেস পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো।
এম্পলয়মেন্ট ভিসা ধারী সন্মানিত যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছেন না বিধায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃক আপাতত এম্পলয়মেন্ট ভিসা ধারী আবুধাবিগামী সন্মানিত যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না।
একই কারনে আপাতত আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩১ শে আগস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দুইটি টি ফ্লাইট পরিচালনা করবে।
ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এম্পলয়মেন্ট ভিসা ধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।