বিমান বাংলাদেশের আগামী ৩০ এপ্রিল ও ৩ মে’র দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় বিমান। বিমানের সংযুক্ত আরব আমিরাত অফিস থেকে জানানো হয়- বাংলাদেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
তবে যাত্রীদের মধ্যে যাদের করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ অর্থাৎ দুইটি টিকা নেওয়া আছে তারা আবুধাবি টু ঢাকা, ঢাকা টু চট্টগ্রাম ভ্রমণ করতে পারবেন। তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪ দিন। আর যারা করোনা ভ্যাকসিনের একটি টিকা নিয়েছেন তারাও ভ্রমণ করতে পারবেন। তবে তাদেরকে তিন দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন ও ১১ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, যারা বাতিল হওয়া ফ্লাইটের টিকিট নিয়েছেন তাদের আবুধাবি বিমান অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ২৮ এপ্রিল থেকে অনির্দিষ্টকাল এ নিয়ম চলতে থাকবে বলেও বিবৃতিতে জানিয়েছে বিমান বাংলাদেশ।