![InShot_20220710_192732614](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/07/InShot_20220710_192732614-scaled.jpg)
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল মাফরাক এলাকার একটি প্রতিষ্ঠানের গুদামে আগুন লাগে দুপুর ২ টায়৷
তাৎক্ষণিকভাবে পুলিশ এবং আবুধাবি সিভিল ডিফেন্স অথরিটি দল কোনো হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷
এদিকে ঘটনার কারণ খুঁজে বের করতে বিশেষ কর্তৃপক্ষের মাধ্যমে মাঠ পর্যায়ে তদন্ত চলছে।
Drop your comments: