আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ আবুধাবিতে একমাস ব্যাপী মধ্যরাত থেকে সকাল ৫ টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে করারা কর্মসূচি আজ ১৯ আগস্ট থেকে সমাপ্ত হচ্ছে। আমিরাতের দূর্যোগ ও জরুরি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
স্প্রে কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করায় জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ। তারা বলেন, করোনা মহামারীর এই সংকটে জনগণের সহযোগিতা খুবই জরুরি ছিল।
এর আগে ১৯ জুলাই থেকে প্রতিদিন মধ্যরাত থেকে সকাল ৫ টা পর্যন্ত চলে। এ সময় আবুধাবির বাসিন্দাদের নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশনা দিয়েছিল কর্তৃপক্ষ।
জরুরি বিভাগের নির্ধারিত কিছু সেক্টর ছাড়া বাকিদের জন্য নির্দেশনা অমান্য করে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হওয়ার কথা জানানো হয়েছিল। তবে উক্ত সময়ে জরুরি প্রয়োজনে বাহিরে যাওয়ার প্রয়োজন হলে আবেদন করার সুযোগ ছিল।