সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কোয়ারেন্টাইন বিধি লঙ্ঘনের দায়ে দুজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
গতকাল রোববার আবুধাবি পুলিশ একটি ভিডিও ক্লিপ দেখে তাদের গ্রেফতার করে। ভিডিও ক্লিপে দেখা আয় বাণিজ্যিক এলাকায় এই দুই লোক কোয়ারেন্টাইন ভঙ্গ করে মাস্ক ছাড়াই ঘুরাফেরা করছে। এছাড়াও তাদের সাথে বৈদ্যুতিক বিশেষ ঘড়ি দেয়া হয়েছিল যার মাধ্যমে যাতায়াত নিয়ন্ত্রণ করা যায়। সেই ঘড়ির মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কোন দেশের নাগরিক প্রশাসন তা জানায়নি।
এদিকে আমিরাত সরকার করোনার সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে। আমিরাতে বসবাসরত নাগরিকদের নিজ দায়িত্বে করোনার সকল বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
Drop your comments: