হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশগামী যাত্রীর কাছ থেকে ৬ হাজার ৩৬ পিস মাদক ইয়াবা জব্দ করেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী প্রকৌশলী গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান সাংবাদিকদের এ তথ্য জানান।
আজ সোমবার সকালে সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইটের যাত্রী কাজী নয়নের লাগেজ স্ক্যানিং করার সময় সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। পরবর্তীতে যাত্রীকে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। চূড়ান্ত সংখ্যা জানার জন্য গণনা কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে।
Drop your comments: