কাদের মির্জা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতে আমি আবার আওয়ামী লীগের ছায়াতলে ফিরে এলাম। অন্য যারা আমাদের সঙ্গে আসতে চান; তাদেরও স্বাগত জানাব।
রোববার (১৬ মে) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌর মিলনায়তনে নিজের অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কাদের মির্জা বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যেটা বলবেন; সেটাই হবে। তিনি যাদের নাম ঘোষণা করবেন তারাই আওয়ামী লীগের নেতা হবেন। তবে আমরা ইস্কান্দার হায়দার বাবুল ও মো. ইউনুসের নেতৃত্বে আছি। আশা করি তিনি (ওবায়দুল কাদের) আমাদের নিরাশ করবেন না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশে কাদের মির্জা বলেন, নিজেদের দোষের কারণে কেউ বাদ পড়লে আমরা দায়ী না। কারণ মনোনয়ন দেবেন ওবায়দুল কাদের ও জননেত্রী শেখ হাসিনা। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত।
পরে উপস্থিত নেতাকর্মীদের মিষ্টিমুখ করান কাদের মির্জা। এছাড়া কেন্দ্র থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু নাছের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল প্রমুখ।
গত ৩১ মার্চ কাদের মির্জা তার কর্মী-সমর্থকদের ওপর প্রশাসনিক হয়রানি ও নিপীড়নের অভিযোগ তুলে ফেসবুক লাইভে দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কাদের মির্জা। একই সঙ্গে ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিজ্ঞার কথাও শুনিয়েছিলেন।