বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৫ সেপ্টেম্বর।
এরআগে সকালে আলোচিত এই হত্যা মামলার ২২ আসামিকে নেয়া হয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ এর বিচারক আবু জাফর মো কামরুজ্জামানের আদালতে। পরে আদালত শুনানির পরবর্তী তারিখ ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করেন।
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত ৩টা নাগাদ শেরেবাংলা হলের নিচতলায় দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।