আফগানিস্তানে তালেবান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার কুন্দুজ প্রদেশে চালানো এ হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৪০ তালেবান সদস্যের।
এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিক্ষামন্ত্রী। বলেন, অঞ্চলটিতে আফগান সেনাবাহিনীর ওপর তালেবান হামলা চালানোর জেরে অভিযান শুরু করা হয়। তবে এ হামলায় কতজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে তা জানাতে পারেনি প্রশাসন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তালেবানদের ওপর চালানো জোড়া বিমান হামলায় অন্তত ১১ বেমাসরিক নাগরিকের মৃত্যু হয়েছে। দেশটিতে শান্তি ফেরাতে কাতারের মধ্যস্ততায় গেলো সপ্তাহে দোহায় স্বশস্ত্র গোষ্ঠী তালেবানের সাথে শান্তি আলোচনায় বসলেও চূড়ান্ত কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
Drop your comments: