করোনাভাইরাস মহামারি রোধে চলাচলের ওপর বিধিনিষেধ চলাকালে বিদেশগামী কর্মীদের জন্য ফ্লাইট বন্ধ না করার দাবি জানিয়েছে বায়রা।
মহামারির এই সময়ে বিদেশগামী কর্মীদের কথা বিবেচনায় এনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ না করে বরং জনশক্তি প্রেরণের এই খাতকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় এনে সকল প্রকার বিধিনিষেধের আওতামুক্ত রেখে এই খাতকে সকল স্বাস্থ্যবিধি মেনে চালু রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাবেক অর্থ সচিব ফখরুল ইসলাম।লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা নিশ্চয় অবগত আছেন গত ১১ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেচিক) আর্ন্তজাতিক বিমান চলাচল বন্ধ ঘােষণা করেছে।
ফলে দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করে এই মুহূর্তে প্রায় ২০-৩০ হাজার কর্মী অধিক মূল্যে বিমান টিকিট সংগ্রহ করেছে এবং হাজার হাজার বিদেশগামী কর্মী টিকিটের অপেক্ষায় আছে। ফলে হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় সবাই উৎকণ্ঠা ও হতাশায় নিমজ্জিত। বিজিএমই করোনা মহামারিতেও স্বাস্থ্যবিধি মেনে কল-কারখানা চালু রাখতে পারলে জনশক্তি রফতানির এই খাতকেও আন্তর্জাতিক ফ্লাইটসহ সকল কার্যক্রম চালু রাখার সুযােগ দেয়া উচিত।’