করোনা মহামারির ৩য় ঢেউয়ের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক দফা বাড়িয়েছে ভারত। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল মহাপরিচালকের (ডিজিসিএ) দফতর।
বুধবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ভারতে যাত্রীবাহী আন্তর্জাতিক বাণিজ্যিক বিমানের চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। তবে ডিজিসিএর অনুমোদিত ফ্লাইট এবং আন্তর্জাতিক পণ্যবাহী ফ্লাইটের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে তারা।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর থেকে ভারতে আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল শুরু করার কথা থাকলেও ওমিক্রনের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় সে সিদ্ধান্ত স্থগিত করে দেশটি।