সোলায়মান হাসান : আড়াইহাজারে ডাকাত ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৭ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১১ ডিসেম্বর) ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি গ্রিন লাইন নিউ টাউন প্রকল্পের মেইন গেইট এলাকায় চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলা ও দায়িত্বপালনে বাধা দেওয়ার এবং চুরির ঘটনায় পৃথক দুটি অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ২ জনকে গ্রেপ্তার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: সুফিয়ান ও নাজমুল। আহত পুলিশ সদস্যরা হলেন: উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) কুদ্দুস আলী, এএসআই আবু তাহের, পুলিশ সদস্য রমজান, জহিরুল ইসলাম, মাহফুজ, আবু রায়হান। পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানাধীন দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি এলাকায় পুলিশ ওয়ারেন্ট তামিল ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালায়। এসময় ডাকাত ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। থানা পুলিশ বার বার তাদের আক্রমণ করতে নিষেধ করা স্বত্বেও পুলিশের ওপর আক্রমণ অব্যাহত রাখে তারা। খবর পেয়ে টহল পুলিশের আরো টিম উপস্থিত হলে আক্রমণকারীরা আরো ক্ষিপ্ত হয়ে পুলিশের প্রাণনাশ এবং গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ সদস্য রায়হান আত্মরক্ষার্থে ১ রাউন্ড শর্টগানের এক রাউন্ড গুলি করে। এতে পুলিশের ওপর আক্রমনকারী মৃত ছাবেদ আলীর ছেলে মো. শরিফ (৪০) আহত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, আসামি গ্রেপ্তার অভিযানে গেলে পুলিশের ওপর হামলা হয়। এসময় ৭ পুলিশ আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এক রাউন্ড গুলি করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।