কুমিল্লার সোহেল রানা গত ৫ দিন ধরে নিখোজ। সোহেলের বাসস্থান আজমান গোল্ড সোকের পাশে। তার পরিবার ও রুমের বন্ধুদের সাথে গত ৫ দিন কনো যোগাযোগ নেই। ৯ জুলাই বাংলা এক্সপ্রেসের সঙ্গে দেশ থেকে তার পরিবার যোগাযোগ করে সকলের সহযোগিতা চেয়েছেন। ইতোমধ্যে আজমানের স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার খোজে পান, নিন্মোক্ত নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হল: 050 1384374
Drop your comments: