চকোরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সুত্রপাত হওয়া আগুনে পুড়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাবানঘাটা এলাকার জাগির হোসেন মেস্ত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন- জাগির হোসেন মেস্ত্রীর ছেলে মো.জাহেদুল ইসলাম (১২), শিশু মেয়ে মীম আক্তার (১০) ও মিতু মনি (৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সৈয়দ নুর।
ঘটনাস্থল থেকে প্রতিবেশীদের বরাত দিয়ে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় হারবাং ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু ইউছুপের ছেলে মোহাম্মদ মিরান বলেন, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার পর জাগির হোসেন মেস্ত্রীর পরিবার সদস্যরা খাবার শেষে যথারীতি ঘুমিয়ে পড়েন। এরই মধ্যে রাত ১২টার কিছু আগে ওই বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। ওইসময় বাড়ির সবাই গভীর ঘুমে আছন্ন থাকায় আগুন লাগার বিষয়টি প্রথমে আঁচ করতে পারেনি। পরে আশপাশের লোকজনের চিৎকারে পরিবার সদস্যদের ঘুম ভাঙ্গলেও ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে তিন শিশুর মৃত্যু ঘটে।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে তাক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্ঠা অব্যাহত রাখে। ততক্ষণে চকরিয়া ফায়ার স্টেশনের পানিবাহী গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।