বিএনপির আন্দোলন হচ্ছে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসন্ত্রাস চালানো; এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আগামী কয়েকদিনে রাজনীতিতে অনেক কিছুই ঘটবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যমের মতপ্রকাশের যে স্বাধীনতা রয়েছে, তা উন্নত বিশ্বের অনেক দেশের চেয়েও ভালো। এ দেশে গণমাধ্যমের যে অবাধ স্বাধীনতা রয়েছে, তেমনি দায়িত্বশীলতারও যথেষ্ট অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
Drop your comments: