![IMG_20200611_180854.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/IMG_20200611_180854.jpg)
নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের আজমানে অবস্থিত আজমান কর্নিশ এবং আল যরাহ সমুদ্র সৈকত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
দেশটির সংকট ব্যবস্থাপনা কমিটি আজ বৃহস্পতিবার (১১ জুন) এই ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়েছে, উল্লেখিত দুটি ভেন্যু শুক্রবার সকাল ৬ টা থেকে শনিবার সকাল ৬ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
কোভিড -১৯ এর সংক্রমণ প্রতিরোধে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
Drop your comments: