বাসুদেব বিশ্বাস, বান্দরবান : গত আগস্টে বান্দরবান ও চট্টগ্রাম জেলায় টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হাজার হাজার মানুষ প্লাবিত হয়। এসময় পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ হয় হতদরিদ্র সাধারন মানুষ।বিপদগ্রস্থ এসব মানুষকে ঘুরে দাঁড়াতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় ব্র্যাক।দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি এর তিন মাস মেয়াদী চট্টগ্রাম ফ্লাস ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের আওতায় গত তিন মাসে ৫০০০ মানুষকে বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা এবং ২০০টি পরিবারকে ঘর মেরামতের জন্য বিভিন্ন উপকরণ সামগ্রী দিয়ে সহায়তা করে ব্র্যাক।
ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচীর আওতায় এতে অর্থায়ন করে “দি এসকেহেভ ক্লাইমেট ফাউন্ডেশন” অর্থায়ন করে।
১৩ ডিসেম্বর (বুধবার) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম ফ্লাস ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের সমাপনী কর্মশালায় এসব তথ্য জানা যায়।ব্র্যাক এর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি আয়োজিত সমাপনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি এর জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মো.ফরহাদ হোসেন।ব্র্যাক এর বান্দরবান জেলা সমন্বয়ক মো.আরিফ এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে কর্মশালার আনুষ্ঠানিকতা শুরু হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যকালে সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মিরা ব্র্যাক এর এমন উদ্যোগ এবং মানবিক কার্যক্রম এর ভূয়সী প্রশাংসা করে বলেন,মানবতার ডাকে সাড়া দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক।বান্দরবান সদর উপজেলাতেই ১৮০০ মানুষ এর প্রত্যেককে সাড়ে ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে।৭৫টি পরিবারকে ঘর মেরামতের জন্য ডেউটিন, আরসিসি পিলার ও আনুসাঙ্গিক সামগ্রী প্রদান করেছে।
এতে অত্র অঞ্চলের সাধারন মানুষ উপকৃত হয়েছে।ব্র্যাক এর এমন মানবিক সহায়তায় বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ দিশেহারা মানুষ কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.জাহাঙ্গীর হোসেন।কর্মশালায় প্রকল্পের বিশদ কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মো:মাহবুব উল আলম।প্রকল্প সংশ্লিষ্টরা জানান,বান্দরবান জেলায় উক্ত প্রকল্পে তিন কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছে হতদরিদ্র জনসাধারন।