
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শ্বাসকষ্ট জনিত কারনে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ্য শিক্ষার্থীদের চিতলমারী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীদের সুস্থ করার লক্ষে অক্সিজেন- স্যালইনসহ বিবিধ সেবার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের শ্রেনীকক্ষে এ ঘটনা ঘটেছে। একই সাথে ৯ (ছাত্রী) শিক্ষার্থীর গুরুতর অসুস্থতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।আক্রান্ত শিক্ষার্থীরা হলেন, চর খলিশাখালী গ্রামের আনন্দরায়ের মেয়ে সুস্মিতা রায় (১৩) সপ্তম শ্রেনী, চর শৈলদাহ গ্রামের আনিস শেখের মেয়ে নওসীন সারমিন (১৩) সপ্তম শ্রেনী, চর শৈলদাহ গ্রামের মনির তালুকদারের মেয়ে আরিশা আক্তার (১৩) সপ্তম শ্রেনী, খলিশাখালী গ্রামের বাসুদেব হীরার মেয়ে সুইটি (১৩) সপ্তম শ্রেনী, চর শৈলদাহ গ্রামের খায়রুল শেখের মেয়ে আশামনি আক্তার (১৩) সস্ট শ্রেনী, বোয়ালিয়া গ্রামের অহিদুলের মেয়ে নাদিয়া আক্তার (১৩) সপ্তম শ্রেনীসহ মোট ৯জন। এরা চিতলমারী স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভত্তি হয়েছে। এব্যপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রি জানান, বিদ্যালয়ে এসে ওরা অ্যাসেম্বিলি শেষ করে শ্রেনী কক্ষে যায়, এসময় বিদ্যুৎ ছিলনা। পরে একে একে অসুস্থ হয়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, ওদের হিস্টিরিয়া রোগের লক্ষণ পাওয়া গেছে। হিস্টিরিয়া বলতে কি বুঝায় জানতে চাইলে তিনি বলেন, যাদের হিস্টিরিয়া রয়েছে তারা সাধারণত কোনো না কোনো ফোবিয়ায় আক্রান্ত, অনিয়মতান্ত্রিক জীবন-যাপন ও মানসিক অবসাদগ্রস্ত থাকেন। নারী-পুরুষ উভয়েরই হিস্টিরিয়া হতে পারে। তবে ১৩ থেকে ২০ বছর বয়সী নারীদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স ও পিরিয়ডিক্যাল কারণে এর আধিক্য দেখা যায়। যাদের হিস্টিরিয়া রয়েছে তারা নিজের কাজ ও আচরণের ওপর খুব একটা নিয়ন্ত্রণ করতে পারেন না বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে কারনে বিভিন্ন উপসর্গদেখা দেয়।