জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ছেলে রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি তার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রওশন এরশাদের করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগেও তিনি বেশ কয়েকবার সামরিক হাসপাতালে একই সমস্যা নিয়ে এবং পাকস্থলি ও গ্যাস্ট্রিক সংক্রান্ত রোগের চিকিৎসা নিয়েছেন। তবে পারিবারিক সূত্র জানিয়েছে তার শারীরিক জটিলতা এবার আগের তুলনায় প্রকট।
Drop your comments: