করোনাকালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্বপালন করতে পেরেছে বলেই দেশ নিরাপদে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার এক সভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নোয়াখালী ও সিলেটে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তা ন্যাক্কারজনক। নোয়াখালীর ঘটনা বর্বরতাকেও হার মানিয়েছে।
তিনি বলেন, দু’টি ঘটনায় নিরাপত্তা বাহিনী দোষীদের গ্রেফতার করেছে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করবো আমরা। আমরা চুপচাপ বসে নেই। দোষীদের ধরে শাস্তির মুখোমুখি করা হচ্ছে।
Drop your comments: