March 21, 2023, 4:31 pm

আইজিপি ব্যাজ এর অংশীদারিত্বে মৌলভীবাজারের দুই সদস্য

  • Last update: Thursday, January 5, 2023

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ ২০২২ সালে পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজের অবদান রাখায় ২০২৩ সালের পুলিশ সপ্তাহে IGP’s Exemplary Good Services Badge বা ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’ পেলেন মৌলভীবাজার জেলা পুলিশের দুই কর্মকর্তা।
জানা যায়, পুরস্কার প্রাপ্তরা হলেন কমলগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক এবং সদর মডেল থানার এএসআই মোঃ মাহবুবুল আলম।

সর্বদিকে ভালো কাজের মানদন্ড বিবেচনা করে মোট ৬টি ক্যাটাগরিতে ৪৫৮ জন পুলিশ সদস্যদের আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা পুলিশ অধিদপ্তরের রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আইজিপি ব্যাজ ২০২৩ পরিয়ে দেয়া হয়।

Advertisements

আইনশৃংঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারী ও ব্যক্তিগত কর্মকান্ড দিয়ে পুলিশের ইমেজ বৃদ্ধিকরনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। তাদের অবদানের স্বীকৃতিস্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ প্রতিবছর ঐসকল পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পরিয়ে সম্মানিত করেন। যাতে অদূর ভবিষ্যতে কাজে উৎসাহিত হয়ে জনগণের পাশে থেকে জনসাধারণের জননিরাপত্তা নিশ্চিত করতে পারে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC