বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লামা উপজেলা একাদশ। প্রতিদ্বন্ধী আলীকদম উপজেলাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে বিজয় লাভ করে দলটি।
বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের মাঝে ট্রফি তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি খেলোয়াড়দের মিথ্যা ও মাদককে না বলার আহ্বান জানান। পাশাপাশি অস্ত্র ছেড়ে কলম ধরে আলোকিত সমাজ গড়ার আহ্বান জানান তিনি।
এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, পিপিএম, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক সুরাইয়া আক্তার সুইটি, পৌর মেয়র ও টুর্ণামেন্টের সদস্য সচিব মোহাম্মদ ইসলাম বেবী, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল সহ ক্রীড়া প্রেমীরা।
এবার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলার মোট ৮টি ফুটবল দল অংশ গ্রহন করে। এসময় খেলা পরিচালনা করেন আশুতোষ কুমার দে আশু, শিমুল দাশ, নুহাইথুই মারমা, বাপ্পি মল্লিক।