জামালপুর জেলার মেলান্দহে বিদেশ ফেরত লিয়ন (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার দিলালেরপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিয়ন হাসান ওই এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, লিয়ন কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে আসে। প্রায় ছয়-সাত মাস আগে দেশে এসে বিয়ে করে আবারো সৌদি আরব চলে যায়। মোটা অংকের টাকা ব্যয় করে বিদেশ গিয়ে চাহিদানুযায়ী অর্থ উর্পাজন করতে না পাওয়ায় হতাশ হয়ে দেশে ফেরত আসে। দেশে এসে টাকার শোকে হতাশায় ভুগছিলো সে। একপর্যায়ে মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলে লিয়ন। অন্তসত্ত্বা স্ত্রী শ্বশুর বাড়িতে থাকায় ঘরে একাই থাকতো লিয়ন। ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো লিয়নের শোয়ার ঘরে মশারী টানিয়ে ওষুধ খাইয়ে চলে আসেন তার মা। এরপর সবার অজান্তে গভীর রাতে বাড়ির পাশে গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেয়।
ভোর সাড়ে ৪টা দিকে লিয়নের ছোট ভাই লিটন প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে লিয়নের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন বের হয়ে ঝুলন্ত মরদেহ নামিয়ে ঘরে আনেন। সকালে বিষয়টি থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।