অভিবাসী কর্মীদের জন্য দ্রুত কোভিড-১৯ টিকা আমদানি ও প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ফিমেল ওয়ার্কার রিক্রুটিং এজেন্সি।
সোমবার (১৪ জুন) সকালে রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে ফিমেল ওয়ার্কার রিক্রুটিং এজেন্সীর নেতারা জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেকারত্ব হ্রাস এবং রেমিট্যান্সের ধারা অব্যাহত রাখতে অভিবাসন প্রত্যাশী কর্মীদের টিকা দেয়ার বিকল্প নেই। এসময় তারা দ্রুত প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থায় টিকা আমদানির দাবি জানান।
এছাড়াও সংবাদ সম্মেলনে নেতারা আরও দাবি করেন, আমদানিকৃত ফাইজারের টিকা থেকে অন্তত পঞ্চাশ হাজার ডোজ অভিবাসী কর্মীদের জন্য জরুরী ভিত্তিতে বরাদ্দের দাবি করেন।
Drop your comments: