তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনকারীকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার মনু নদী থেকে ইজারা বহির্ভূত এলাকায় ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) এসিস্ট্যান্ট মোস্তাফিজুর রহমান।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা মোতাবেক এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অর্থ তাৎক্ষণিক মূহুর্তে আদায় করা হয়েছে।
Drop your comments: